‘সমুদ্র অর্থনীতি বিকাশে বেসরকারি খাতের সহযোগিতা প্রয়োজন’

ডেস্ক রিপোর্ট

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সমুদ্র অর্থনীতি বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বাংলাদেশের জন্য একটি নতুন খাত। এ খাত বিকাশে ইউরোপীয় ইউনিয়নের দিগন্ত-২০২০ থেকে আমরা সহযোগিতা নিতে পারি বলেও তিনি মন্তব্য করেন।

আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘সমুদ্র অর্থনীতি: ইউরোপীয় ইউনিয়নের দিগন্ত ২০২০’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার ইউরোপীয় ইউনিয়নের প্রধান প্রতিনিধি রেনেসে তিরিঙ্ক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

ঢাকার ইউরোপীয় ইউনিয়নের প্রধান প্রতিনিধি রেনেসে তিরিঙ্ক বলেন, সমুদ্র অর্থনীতি বিকাশে ইউরোপীয় ইউনিয়ন দিগন্ত-২০২০ কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি থেকে বাংলাদেশও লাভবান হতে পারে। এ থেকে বাংলাদেশের গবেষকরা গবেষণার সুযোগ নিতে পারেন।
###

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে