চীন ও রাশিয়া কিনবে ইরানি যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

চীন, রাশিয়া ও ইন্দোনেশিয়া এবার ইরানের নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত যুদ্ধবিমান কিনবে।

ইরানের বিমান শিল্প সংস্থার (আইএআইও) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল করিম বানতারাফি এ তথ্য জানিয়েছেন।

universel cardiac hospital

অভ্যন্তরীণভাবে উৎপাদিত জঙ্গিবিমান ‘কাউসার’ রপ্তানির জন্য ইরানের কিশ দ্বীপে সম্ভাব্য ক্রেতাদের সামনে এর প্রদর্শনীর আয়োজন করা হয়।

ওই প্রদর্শনী উদ্বোধনের পর সোমবার এ বানতারাফি এ ঘোষণা দেন।

জেনারেল বানতারাফি বলেন, আমরা যেসব পণ্য বিক্রির জন্য অনুমতি পেয়েছি তা রপ্তানির লক্ষ্যে এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। ইরান প্রশিক্ষণ বিমানও রপ্তানি করবে।

কাউসার বিমান রফতানির জন্য ইতিমধ্যে রাশিয়া, চীন ও ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে বলেও জানিয়েছেন জেনারেল বানতারাফি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে