নির্বাচনে অর্ধশত আসনে বিএনপির নতুন মুখ

ডেস্ক রিপোর্ট

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে অর্ধশত আসনে বিএনপির নতুন মুখ আসছে। এর আগে নবম সংসদ নির্বাচনে যারা দলীয় মনোনয়ন পেয়েছিলেন, তাদের কেউ মারা গেছেন, অনেকে বার্ধক্যজনিত বা নানা কারণে দলে নিষ্ক্রিয়। এসব আসনেই নতুন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অর্ধযুগ ধরে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। এ আসনে ইলিয়াস পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াসও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এম ইলিয়াস আলী (২০০১-২০০৬) সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০১০ সালে নির্বাচিত হন ইলিয়াস আলী। ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানী থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। এরপর থেকে এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।

ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। এ ছাড়া এ আসনে কাজী আবুল বাশারকেও মনোনয়ন দেয়া হয়। পঞ্চগড়-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। এ ছাড়া পঞ্চগড়-২ আসন থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান, রংপুর-৪ আসন থেকে এমদাদুল হক ভরসা, নরসিংদী-৩ আসন থেকে ঢাকা বারের সভাপতি খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, বরিশাল-৪ থেকে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, পটুয়াখালী-২ থেকে মনির হোসেন, পটুয়াখালী-৩ থেকে ছাত্রদলের নেতা হাসান মামুন, নাটোর-১ থেকে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দলীয় মনোনয়ন পেয়েছেন।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে