ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪, আহত ৬

ডেস্ক রিপোর্ট

ফেনীতে বাস-এ সংর্ঘষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। ঘটনার পর থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ফেনী অংশের শর্শদী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কৈখালী খালী এলাকা থেকে ছেড়ে আসে যাত্রীবাহী একটি বাস। বাসটি শর্শদী রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। আহত হয়েছেন ৭-৮ জন যাত্রী।

নিহতদের আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার (আরএমও) মোজাম্মেল হোসেন সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার খরব শুনেছেন বলে জানান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে