মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আজ বুধবার রাজধানী ঢাকার ২০টি আসনে ২৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা যায়।
সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থী।
এ ব্যাপারে ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম নিজ কার্যালয়ে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন জমা নেয়ার কাজ শেষ হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।