বিদ্রোহী প্রার্থীকে আজীবনের জন্য বহিষ্কার : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী হয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়লে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান।

universel cardiac hospital

ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগে নিশ্চিত করে বলা যাবে না, কে বিদ্রোহী প্রার্থী। তবে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকবলেন, আমাদের ভুল-ক্রুটি থাকতে পারে। ভুল হলে সংশোধনের সৎ সাহস শেখ হাসিনার আছে। আমরাও এই মাটির সঙ্গেই আছি। বঙ্গবন্ধুও ছিলেন, তার কন্যা শেখ হাসিনাও আছেন।

তিনি বলেন, আমাদের রাজনীতি বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি। তাই ক্ষমতায় না থাকলেও পালিয়ে যাব না। আমরা মানুষের মাঝে আছি।

আসন ভাগাভাগির বিষয়ে মহাজোটে ক্ষোভ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এত বড় মহাজোট। এখানে তো ক্ষোভ-বিক্ষোভ কিছু হবেই। সেই ক্ষোভ প্রশমিতও আমরা করব।

এখনও ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন এখন চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে