ঘুষ কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

অবশেষে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্ত্রী সারাহ নেতানিয়াহু ফেঁসে যাচ্ছেন ঘুষ কেলেঙ্কারিতে।

দেশটির পুলিশ প্রতারণা ও ঘুষগ্রহণের মামলায় প্রভাবশালী এ দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠনের সুপারিশ করেছে। খবর রয়টার্সের।

universel cardiac hospital

এর আগে তার দুর্নীতির তথ্য যাতে পুলিশ প্রকাশ না করে এ ব্যাপারে ইসরাইলি পার্লামেন্টে বিল পাসেরও চেষ্টা করেছেন ইসরাইলে প্রভাবশালী এ প্রধানমন্ত্রী।

কিন্তু রোববার দেশটির পুলিশ বিভাগ দাবি করে, এ নেতানিয়াহু দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠনের যথেষ্ট প্রমাণ আছে।

তবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি-না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অ্যাটর্নি জেনারেল।

পুলিশ ও ইসরাইলি সিকিউরিটিস অথরিটিস জানিয়েছে, ঘুষগ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙের যথেষ্ট প্রমাণ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্ত্রীর বিরুদ্ধে আছে।

পুলিশ জানায়, মোটা অংকের ঘুষের বিনিময়ে ইসরাইলের প্রধান টেলিযোগাযোগ কোম্পানি বেজেক টেলিকমকে সুবিধা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিনিময়ে তারা সংবাদ প্রচারের ক্ষেত্রে নেতানিয়াহু ও তার স্ত্রীকে বেশি কভারেজ দিয়েছে। হলিউড মোগল আরনন মিলচানের কাছ থেকে প্রধানমন্ত্রী ২ লাখ ৭০ হাজার ডলার ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ আছে। এর বিনিময়ে নেতানিয়াহু আরননকে মার্কিন ভিসা পাইয়ে দিতে সহায়তা করেছিলেন।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে