নির্বাচনে থাকা সম্ভব হবে না : অলি

ডেস্ক রিপোর্ট

বর্তমান পরিস্থিতিতে ২৩ দলীয় জোটের পক্ষে নির্বাচনে থাকা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার রাতে অনুষ্ঠিত ২৩ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

universel cardiac hospital

অলি আহমেদ বলেন, আওয়ামী লীগের বিজয়ের পথ সুগম করতেই ২০ দলীয় জোটের ৮০ প্রার্থীকে মনোনয়োন বঞ্চিত করা হয়েছে। প্রতিদিন গণহারে নির্বাচনী এলাকায় বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। কিছু কিছু স্থানে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে পুলিশ।

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে- আমরা সেটা বিশ্বাস করেছিলাম। কিন্তু কার্যকলাপ যা দেখছি, তা আদৌ সন্তোষজনক নয়। বিরোধীদলে আমরা যারা আছি, আমাদের পক্ষে শেষ পর্যন্ত টিকে থাকা সম্ভব হবে না।

অলি আহমেদ আরও বলেন, মনোনয়ন বাছাইয়ে একের পর এক বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় ২০ দলীয় জোটের আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন কারাবন্দি খালেদা জিয়াসহ বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক, মীর মো. নাসির, চেয়ারপারসনের উপদেষ্টা আমন উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুল, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, মোস্তফা মহসিন মন্টু, রেজা কিবরিয়াসহ বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের অন্তত ৮০ প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে।

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া বৈঠক প্রায় ঘণ্টাব্যাপী চলে।

অলি আহমেদের সভাপতিত্বে বৈঠকে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান, জামায়াতের মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান মুফতি মো. ওয়াক্কাস, মহাসচিব নূর হোসাইন কাসেমী, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য শফিউদ্দিন ভূঁইয়া, জাগপা মহাসচিব খোন্দকার লুৎফর রহমান, এনপিপি মহাসচিব গোলাম মোস্তফা, ডিএল-এর মহাসচিব সাইফুদ্দিন মনি উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে