ইসিতে খালেদা জিয়ার আপিল

ডেস্ক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়ন ফেরাতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন।

আজ বুধবার দুপুরে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার পক্ষে আপিল আবেদন জমা দেয়।

প্রসঙ্গত, রিটার্নিং অফিসারের যাচাই-বাছাইয়ে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, নির্বাচন কমিশনে (ইসি) তাদের আপিল করার শেষ দিন আজ।

গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩১৬ জন তাদের প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদন করেছেন।

আজ বুধবার শেষ দিনে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার পক্ষে আপিল আবেদন করা হলো।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনী থেকে একটি এবং বগুড়া থেকে দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

কিন্তু গত ২ ডিসেম্বর আবেদন যাচাই-বাছাইয়ে খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই অবৈধ ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে