স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গুজব থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে বলেছেন, গুজব একটি দেশলাইয়ের মতো। এর মাধ্যমে বিশাল অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতি নষ্ট হতে পারে।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে গুজববিরোধী একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনের (টিভিসি) উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্য সঠিকভাবে যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা যাবে না। গুজব একটি দেশলাইয়ের মতো। দেশলাইয়ের কাঠি যেমন বিশাল একটি অগ্নিকাণ্ড ঘটাতে পারে, তেমনি একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতি নষ্ট হতে পারে।
তবে র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এই গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, আপনারা সবাই সোশাল মিডিয়ায় দেখেছেন যে কুরুচিপূর্ণ বক্তব্য ও ছবি আপলোড করা হচ্ছে। দেখলেও লজ্জায় মাথানত হয়। এটা দণ্ডনীয় অপরাধ, যারাই করুক তাদের আমরা চিহ্নিত করেছি এবং করছি।