আবুধাবি টেস্টে নিউজিল্যান্ড চালকের আসনে

ক্রীড়া ডেস্ক

আবুধাবি টেস্টে পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলাসের দৃঢ় ব্যাটিংয়ে চালকের আসনে রয়েছে নিউজিল্যান্ড।

তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ২৬ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল নিউজিল্যান্ড।

universel cardiac hospital

বৃহস্পতিবার চতুর্থ দিনের শুরুতে সেই সংখ্যাটা দলীয় ৬০ রানের সময় ৪ উইকেট হলে অস্বস্তি বাড়তে থাকে কিউই শিবিরে। দলের সেই দুঃসময় সামাল দেন উইলিয়ামসন ও নিকোলাস। তাদের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে কিউইরা লিড পেয়েছে ১৯৮ রানের। দিন শেষে তাদের সংগ্রহ সেই ৪ উইকেটে ২৭২ রান।

আবুধাবিতে পুরো দিন ৮০ ওভার ব্যাটিং করেছেন নিকোলস ও কেন উইলিয়ামস। কেন উইলিয়ামস তুলে নিয়েছেন সেঞ্চুরি। ২৮২ বল খেলে অপরাজিত আছেন ১৩৯ রানে। তার সঙ্গে হেনরি নিকোলসও অপরাজিত আছেন ৯০ রানে। ৮০ ওভারের অপরাজেয় জুটিতে টেস্টে ব্যাটিং করার স্বরূপ দেখিয়ে গেলেন কিউই এ দুই তারকা।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে