টেকনোক্র্যাট কোনো মন্ত্রী আজ রোববারের পর মন্ত্রিপরিষদে থাকছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকাল ১১টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাটে এক পথসভায় এ কথা জানান সেতুমন্ত্রী।
বর্তমান মন্ত্রিসভা সম্পর্কে ওবায়দুল কাদের আরও বলেন, মন্ত্রিসভার আকার ছোট বা বড় কী ধরনের হবে- তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে টেকনোক্র্যাট মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের পর তা গৃহীত হবে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম- এই ৪ টেকনোক্র্যাট মন্ত্রীকে ৬ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশে ওই দিনই ৪ টেকনোক্র্যাট মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। পরে জানা যায়, পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তাদের দায়িত্বপালন করে যেতে বলা হয়েছে।