জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মহাসচিব পদ থেকে সরিয়ে দেয়া এবিএম রুহুল আমিন হাওলাদারকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার দলের চেয়ারম্যানের বিশেষ সহকারী নিয়োগ করা হলো। তিনি পার্টি চেয়ারম্যানের অনুপস্থিতিতে তার সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। পার্টি চেয়ারম্যানের পরেই হবে তার অবস্থান।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রুহুল আমিন হাওলাদাকে সরিয়ে মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির মহাসচিব করা হয়।