২০১৮ সালে আয়ের দিক থেকে ভারতে শীর্ষে বলিউড সুপারস্টার সালমান খান।
বলিউডের সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা রয়েছে সালমান খানের দখলে। চলতি বছরে এই সুপারস্টারের আয় ২৫৩.২৩ কোটি রুপি।
ফোর্বস ইন্ডিয়ার সম্প্রতি প্রকাশিত এই তালিকায় সালমান খানের ঠিক পরেই অবস্থান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। আয়ের দিক থেকে ভারতের সেরা ১০০ জনের তালিকায় দুই নম্বরে আছেন কোহলি। ২০১৮ সালে কোহলির আয় ২২৮.০৯ কোটি রুপি।
পাঁচ নম্বরে আছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চলতি বছরে তার আয় ১০১.৭৭ কোটি রুপি।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া শচীন টেন্ডুলকারের চলতি বছরে আয় ৮০ কোটি রুপি। ফোর্বস ইন্ডিয়ার ১০০ সেলিব্রিটির তালিকায় ১০০টি সেঞ্চুরি করে অবসরে যাওয়া শচীন আছেন নবম স্থানে।
ফোর্বস ইন্ডিয়ার ১০০ জনের তালিকায় সেরা ১০ যারা আছেন:
১. সালমান খান (আয় ২৫৩.২৫ কোটি রুপি); ২. বিরাট কোহলি (আয় ২২৮.০৯ কোটি রুপি); ৩. অক্ষয় কুমার (আয় ১৮৫ কোটি রুপি); ৪. দিপীকা পাড়ুকোন (আয় ১১২.৮ কোটি রুপি); ৫. মহেন্দ্র সিং ধোনি (আয় ১০১.৭৭ কোটি রুপি); ৬. আমির খান (আয় ৯৭.৫ কোটি রুপি); ৭. অমিতাভ বচ্চন (আয় ৯৬.১৭ কোটি রুপি); ৮. রণভীর সিং (আয় ৮৪.৬৭ কোটি রুপি); ৯. শচীন টেন্ডুলকার (আয় ৮০ কোটি রুপি); ১০. অজয় দেবগন (আয় ৭৪.৫ কোটি রুপি)।