অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দণ্ডিত কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিলে সংবিধান লঙ্ঘিত হবে বলে জানিয়েছেন।
আজ মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের বিভক্ত রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি যদি নৈতিক স্খলনজনিত কারণে অন্যূন্য ২ বছরের জন্য সাজাপ্রাপ্ত হন এবং মুক্তি লাভের পর ৫ বছর সময় অতিবাহিত না হয়, তাহলে ওই ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না বা সংসদ সদস্য হতে পারবেন না।