আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে ক্ষমতায় আসলে প্রয়োজনে দ্বিতীয় পদ্মা সেতু নিমার্ণ করা হবে। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এরপরও সেতুর কাজ থেমে নেই।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় শেখ হাসিনা বলেন, আগামীতে ক্ষমতায় আসলে ফরিদপুর বিভাগ হবে। আমার কাছে কোনো দাবি করতে হয় না। তার আগেই আমি দিয়ে দিই। গতবার জনসভায় বলেছিলাম ফরিদপুরকে বিভাগ করা হবে। এ প্রক্রিয়া অব্যাহত আছে। অন্যান্য জেলাগুলোর সাথে আলোচনা চলছে।