প্রতিদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য দিতে ইসির নির্দেশ

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি জেলায় সহিংসতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিদিন তথ্য দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জানা যায়, দেশের সকল রিটার্নিং কর্মকর্তাকে বুধবার রাতে প্রতিদিনের আচরণবিধি প্রতিপালনের তথ্য জানাতে চিঠি দেয় কমিশন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ওই চিঠিতে নির্বাচনে আচরণ বিধিমালা যথাযথ পরিপালন এবং আইনানুগ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির সম্পর্কে প্রতিদিন সকাল ১০টার মধ্যে তথ্য জানাতে বলা হয়েছে।
এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি উল্লেখ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে