ঐক্যফ্রন্টের নেতারা বেপরোয়া ও বেসামাল হয়ে ওঠেছে : কাদের

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জামায়াত সম্পর্কে প্রশ্নে ক্ষেপে গিয়ে সাংবাদিককে ‘খামোশ’ বলে ‘অপমান’ করায় ড. কামাল হোসেনের সমালোচনা করেছেন।

কামাল হোসেন কীভাবে এতটা নিচে নামতে পারলেন-জিজ্ঞাসা ওবায়দুল কাদেরের।

আজ শনিবার ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রশ্ন রাখেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। বেলা ১১টার দিকে দাগনভূঞা পৌর শহরের বসুরহাট সড়কের প্রশস্তকরণ কাজের পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্নে ক্ষেপে যান জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। তিনি প্রশ্নকর্তা সাংবাদিককে ‘খামোশ’ বলে ধমকের সুরে বলেছেন, তাকে চিনে রাখবেন।

এই ঘটনায় ড. কামাল হোসেনের সমালোচনার ঝড় ওঠে। এক সাংবাদিক তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করেন। তবে শুক্রবার রাতে এক বিবৃতিতে ড. কামাল হোসেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

ওবায়দুল কাদের বলেন, সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার দেখে ঐক্যফ্রন্টের নেতারা বেপরোয়া ও বেসামাল হয়ে ওঠেছে। আমার ভাবতেও অবাক লাগে কীভাবে ড. কামাল হোসেন এতটা নিচে নামতে পারেন। তিনি সাংবাদিকদেরও অপমান করেছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যেখানে তিনি (কামাল) সুষ্ঠু রাজনীতির নামে জাতির সামনে এতদিন নীতি-নৈতিকতার কথা বলেন, তিনি প্রমাণ করলেন তিনিই নষ্ট রাজনীতি করেন। সেটি পাকিস্তানি শব্দ খামোশ ব্যবহার করে তিনি জাতির সামনে নষ্ট রাজনীতির পরিচয় দিয়েছেন।

কাদের বলেন, ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতাদের আচার-আচরণের ভাষায় প্রমাণ হয়েছে তাদের মুখে বিষ, কিন্তু বাস্তবে দুর্বল হয়ে পড়েছে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে