‘এ যুগের শিল্পের সাধক’ অভিহিত করে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরকে জীবনকৃতি সম্মাননায় ভূষিত করা হয়েছে। শিল্প সংস্কৃতির প্রতিটি শাখায় ৩০ বছরের অবদানের জন্য শনিবার কলকাতায় তাঁকে এই সম্মাননা জানানো হয়।
এদিন সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে স্বর সম্রাট উৎসবে আবুল খায়েরের হাতে তুলে দেওয়া হয়েছে আজীবন জীবনকৃতি সম্মাননা। বেঙ্গল ফাউন্ডেশনের মাধ্যমে বাংলা গান, উচ্চাঙ্গ সংগীত, সিনেমা, তথ্যচিত্র, নাটক, স্থাপত্যবিদ্যা ও চারুকলায় অবদানের জন্য তাঁকে এই সম্মাননা জানানো হয়।
এই স্বর সম্রাট উৎসবের আয়োজন করেছে শ্রীরঞ্জনী ফাউন্ডেশন ট্রাস্ট। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে ওস্তাদ আলী আকবর খানের স্মৃতির উদ্দেশ্যে। আবুল খায়েরকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে জীবনকৃতি সম্মাননার সূচনা করলেন আয়োজকেরা।
আবুল খায়েরের হাতে পুরস্কার তুলে দেন পণ্ডিত অজয় চক্রবতী ও প্রখ্যাত চিত্রকর যোগেন চৌধুরী।
সম্মাননা হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় উত্তরীয়, জীবনকৃতি সম্মাননা স্মারক, মানপত্র ও কলকাতা প্রসিদ্ধ মিষ্টি।
এ সময় তাঁর পাশে ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। সম্মাননার পাশাপাশি আবুল খায়েরকে ভূষিত করা হয়েছে ‘এ যুগের শিল্পের সাধক’ হিসেবে।
সম্মাননা দেওয়ার আগে আবুল খায়েরের সংস্কৃতি অঙ্গনের অবদানের কথা তুলে ধরা হয়।