শুরু হলো বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট ২০১৮। টুর্নামেন্টের প্রায় ৪০ জন খেলোয়ার অংশ নিচ্ছে। নক-আউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
আজ মঙ্গলবার বাংলাদেশ ক্যারম ফেডারেশনের হল রুমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কাজী মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশ টিভির জৈষ্ঠ বার্তা সম্পাদক মাহমুদুল হাসান শামিম, কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জগলুল করিম, কবি শরাফত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারন সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলের একযোগে কাজ করতে হবে। খেলা মানুষে মানুষে সম্প্রীতি-সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। তরুণদের খেলাধুলার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তুলতে হবে।
বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশ ক্যারাম এখন তৃতীয়। আগামীতে বাংলাদেশ প্রথম হবে-এই লক্ষ্য নিয়ে খেলোয়াদের নিয়মিত চর্চা করার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন খেলোয়াড়রা।
ক্যারম ফেডারেশনের সাধারন সম্পাদক লিয়ন জানান, ডিসেম্বর ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত ফেডারেশনে ক্যাম্প চলছে। এর মাঝে বিজয় দিবস টুর্নামেন্টে ক্যাম্পের মাধ্যমে কী সাফল্য আসে তাও দেখে নেয়া যাবে। সেইভাবে ফেডারেশনের আগামী কার্যক্রম বাস্তবায়নে ব্যবস্থা নেয়া যাবে।
ক্যাম্পের মাধ্যমে অনেক নতুন খেলোয়াড় এসেছে জানিয়ে লিয়ন বলেন, পুরাতনদের সাথে নতুনরা খেলে হয়তো ভাল কিছু শিখতে পারবে। আর নিজেদের যাচাইও করতে পারবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিটিভির উপস্থাপক ড. সিরাজি, এম এ রাশেদ, ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব, খেলোয়াড় ও ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।
এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলা ট্রিবিউন, দেশ টিভি, ও ডেইলি বাংলাদেশ ।