আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৯ দফা প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এতে বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাদের হত্যা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ থাকলেও যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রসঙ্গে কিছু উল্লেখ করা হয়নি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল লেকশোরে বেগম খালেদা জিয়ার পক্ষে ইশতেহার ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে ইশতেহারে কিছু উল্লেখ না থাকার কারণ হিসেবে পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, চলমান সবকিছুতে এসব বিষয় উল্লেখ আছে।
একই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারকাজ অব্যাহত থাকবে, এটা আমাদের মূল ইশতেহারে আছে। সংক্ষিপ্তভাবে ঘোষিত ইশতেহারে এটি হয়তো আসেনি।
এ বিষয়ে অধ্যাপক এমাজউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, যুদ্ধাপরাধীর বিচার অব্যাহত থাকবে। জাতি হিসেবে আমাদের মূল বিষয় হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। এই স্বাধীনতার যারা বিরোধিতা করেছে এবং অপরাধ করেছে, তাদের বিচার চলমান থাকবে।
জানা যায়, বিএনপির ঘোষিত ইশতেহারে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ না থাকলেও তাদের জোট ঐক্যফ্রন্টের ইশতেহারে ‘যুদ্ধাপরাধীদের বিচার চলমান’ রাখার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবে বিএনপি ঘোষিত ইশতেহারের শেষের অংশে বলা হয়েছে, উল্লেখিত অঙ্গীকারগুলো সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ইশতেহারে বিস্তৃত ব্যাখা আছে। এই ইশতেহার আপনারা বিএনপির ওয়েব সাইটে পাবেন। উপরন্তু, ব্যাপক জনগণের সুবিধার্থে এ সপ্তাহেই ইশতেহারের মুদ্রিত সংস্করণ প্রকাশিত হবে।