বিকেলে সিরিজ বাঁচাতে মাঠে নামছে টাইগাররা

ক্রীড়া ডেস্ক

টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি টাইগারদের।

গত সোমবার সিলেটে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে টাইগাররা। তাই সাকিবদের সামনে এবার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।

এই লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

সিলেটের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং-বোলিং কোনোটিই ভালো হয়নি। ক্যারিবিয়ান পেসারদের কাছে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল ও ওশানে থমাসের গতির কাছে পরাস্থ হন তামিম-মুশফিকরা। অন্যরা ব্যর্থ হলেও অধিনায়ক সাকিব আল হাসান একাই লড়ে যান। ৪৩ বলে ৬১ রান করেন তিনি।

সেদিন বাংলাদেশের কোনো বোলারই পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছে। ৫৫ বল বাকি থাকতে জয় পায় সফরকারীরা। তারা মোট ১০টি ছক্কা মারে। এর মধ্যে শাই হোপ একাই মারেন ছয়টি ছক্কা। তাছাড়া তারা চার মারেন আটটি। বাংলাদেশের দেয়া ১৩০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে তারা বাউন্ডারি থেকে নেয় ৯২ রান।

গত জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। সেবারও প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল। এবারও ওই সিরিজ থেকে অপুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে চারটিতে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে পাঁচটিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

গত ম্যাচে বাংলাদেশ তিন পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল। একাদশের বাইরে ছিলেন নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও মোহাম্মদ মিথুন। ওই ম্যাচে বাংলাদেশ কোনো বিভাগেই ভালো করতে পারেনি।

সিরিজ বাঁচানোর জন্য আজ ‘ডু অর ডাই’ ম্যাচ। তাই একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অপু এখনো একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। তাছাড়া গত ম্যাচগুলোতে দেখা গেছে মিরপুরে স্পিনাররা ভালো করেছে। সেই হিসাবে একাদশে হয়তো অপু সুযোগ পেয়ে যেতে পারেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে