বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা নির্বাচনী এলাকায় আসছেন আজ শনিবার। মাশরাফির আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও তার ভক্তরা বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
মাশরাফির পারিবারিক সূত্রে জানা গেছে, অধিনায়ক মাশরাফি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে আজ শনিবার সকালে ঢাকা হতে সড়ক পথে নড়াইলের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তিনি মাওয়া হয়ে নড়াইলে আসবেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস জানান, কালনা ফেরিঘাটে দুপুর ১২টার দিকে পৌঁছবেন তিনি। হয়তো এর কিছুক্ষণ আগে বা পরেও আসতে পারেন।
কালনা ফেরিঘাটে মাশরাফিকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নড়াইল শহর হতে কয়েক শ মোটরসাইকেল ও নেতাকর্মী কালনা ঘাটে যাবেন সকাল ১১টার দিকে। মাশরাফি কালনা ফেরিঘাট পার হলেই দলীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানাবেন।
এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর কালনা ঘাট এলাকায় প্রথম পথসভায় বক্তব্য রাখবেন মাশরাফি।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম জানান, কালনা ফেরিঘাটে ফুলেল শুভেচ্ছায় বরণের পর মাশরাফি কুন্দসী মোড়, এড়েন্দা বাসস্ট্যান্ড, দত্তপাড়া বাসস্ট্যান্ড, নাকসী-মাদ্রাসা বাজার বাসস্ট্যান্ডে পথসভা করবেন।
পরে মাশরাফি যাবেন নড়াইল শহরের পুরাতন বাস টার্নিমালের বঙ্গবন্ধু চত্বরে। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলবেন এবং পথসভায় বক্তব্য দিবেন।
এদিকে, মাশরাফিকে বরণ করতে নড়াইল শহরবাসীও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
আজ শনিবার সকালে কয়েক শ মোটরসাইকেলের বহর যাবে মাশরাফিকে বরণ করতে। তাকে বরণ করার পর নড়াইল শহরে আনার পর সময় সাপেক্ষে বিভিন্ন এলাকায় ঘুরতে পারেন।
এরপর থেকে প্রতিদিন পথসভায় মাশরাফি বক্তব্য দিবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।