বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি জাতিসংঘ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি দুজারিক এ মন্তব্য করেন।
প্রেস ব্রিফিংয়ে দুজারিক বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা নিবিড় নজর রাখছি এবং নীতি হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যেখানেই নির্বাচন হোক না কেন তা সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত। জনগণকে তাদের মত প্রকাশের সুযোগ দেয়া উচিত।
প্রেস ব্রিফিংয়ে দুজারিককে নানা প্রশ্ন করা হয়। এগুলোর মধ্যে ছিল- বাংলাদেশে বিরোধী দলের প্রার্থীদের এবং তাদের নেতাকর্মী ও সমর্থকদের নানাভাবে নির্যাতন ও নাজেহাল করছে ক্ষমতাসীন দল। নির্বাচনে সব দলের লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার ব্যাপারে একজন নির্বাচন কমিশনারের মন্তব্যের পর সেখানে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া অসম্ভব কিনা, জাতিসংঘ মহাসচিব এ বিষয়ে অবগত আছেন কিনা, আসন্ন ৩০ ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাব যথাযথভাবে প্রকাশের ক্ষেত্রে মহাসচিব কোনো উদ্যোগ নিতে যাচ্ছেন কিনা- এসব প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেন, বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি তারা খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।