সিরিজ নির্ণায়ক ম্যাচে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ বিকালে মাঠে নামছে। এর আগে দুঃসংবাদ পেল দুই দল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে উভয় দলকে জরিমানা করেছে আইসিসি।
প্রথম টি-টোয়েন্টিতে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করে ক্যারিবীয়রা। ম্যাচ জেতে আট উইকেটে।
কিন্তু বৃহস্পতিবার মিরপুরে ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতেই ১৭৫ রানে অলআউট হয় তারা। ৩৬ রানের দুর্দান্ত জয়ে ৩ ম্যাচ সিরিজের সমতায় ফিরেছে স্বাগতিকরা।
এদিন নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম বল করেছে বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম বল করেছে।
এজন্য দুদলকেই জরিমানা করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
শুক্রবার রাতে আইসিসির ওয়েবসাইটে জানানো হয়, ম্যাচ রেফারি জেফ ক্রো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছেন।
দলের বাকিদের জরিমানা করেছেন ম্যাচ ফির ১০ শতাংশ । আগামী ১২ মাসের মধ্যে সাকিবের নেতৃত্বে টাইগাররা একই অপরাধ নিষিদ্ধ হবেন ক্যাপ্টেন।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাফেটকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি।
উইন্ডিজের বাকিদের জরিমানা করেছেন ম্যাচ ফির ২০ শতাংশ। আগামী ১২ মাসে ব্রাফেটের অধীনে ওয়েস্ট ইন্ডিজ একই অপরাধ করলে নিষিদ্ধ হবেন ক্যাপ্টেন।
দুই অধিনায়ক ম্যাচ শেষে দোষ স্বীকার করে শাস্তি মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।
সাকিব প্রথম দুই ম্যাচেই জরিমানা গুনলেন। প্রথম টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনেন তিনি।