জাতিসংঘ প্রস্তাবের কড়া সমালোচনায় উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়া আজ মঙ্গলবার পিয়ংইয়ংয়ের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো জাতিসংঘের সর্বশেষ প্রস্তাবের কঠোর সমালোচনা করেছে।

তারা এ প্রস্তাবকে একটি উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। খবর এএফপি’র।

উত্তর কোরিয়া জানায়, জাতিসংঘের সর্বশেষ প্রস্তাব কোরীয় উপদ্বীপের শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।

আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়ার ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় একটি প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

দারিদ্র্যপীড়িত হলেও তিন প্রজন্ম ধরে কিম পরিবার শাসিত পারমাণবিক ক্ষমতাধর এ দেশটির বিরুদ্ধে নির্যাতন, ধর্ষণ ও বিচার বহির্ভূত হত্যাসহ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের জন্য অভিযোগ আনা হয়।

তবে উত্তর কোরিয়া তাদের দেশের বিরুদ্ধে আনীত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেছে।

দেশটির রাষ্ট্র পরিচালিত রোদং সংবাদপত্র জাতিসংঘের সর্বশেষ প্রস্তাবের কঠোর সমালোচনা করে। পত্রিকাটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনা এ প্রস্তাবকে রাজনৈতিক উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে