একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির নির্বাচনের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন।
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় মঙ্গলবার দুপুরে তিনি একথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন না থাকায় নির্বাচনে অযোগ্য ঘোষিত হলেও কিভাবে জামায়াতের সদস্যরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে? দল নির্বাচন করতে পারলো না অথচ দলের সদস্য নির্বাচন করবে এটা হতে পারে না।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা গণহত্যা করে মানবতাবিরোধী অপরাধ করেছে। একাত্তরে যারা গণহত্যা চালিয়েছে এদেশের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নেই।
সংগঠনটির সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্নআহবায়ক অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।