আইনি জটিলতায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীশূন্য হওয়া আসনগুলোতে বিকল্প প্রার্থীর বিষয়ে আলোচনা চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
দলীয় সূত্র জানায়, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীশূন্য আসনগুলোতে বিকল্প প্রার্থীর বিষয়ে যাদের নিয়ে আলোচনা হচ্ছে তাদের মধ্যে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও রয়েছেন।
সূত্র জানায়, ঢাকা-১ আসনে বিএনপির আবু আশফাকের স্থলে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, সিলেট-৫ আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনার স্থলে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে মো. মুকাব্বির, মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির আফরোজা খান রীতার জায়গায় গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামাল, জয়পুরহাট-১ আসনে বিএনপির ফজলুর রহমানের স্থলে ফয়সাল আলিম, নাটোর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মনজুরুল ইসলামের পরিবর্তে বিএনপির শিরিন আক্তার, রাজশাহী-৬ আসনে বিএনপির আবু সাইদ চাঁদের জায়গায় জাতীয় পার্টির ইকবাল হোসেন বা ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রার্থী বাবুল ইসলাম, ঝিনাইদহ-২ আসনে বিএনপির আবদুল মজিদের জায়গায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আসাদুল ইসলাম বা ইসলামী আন্দোলনের মাওলানা ফখরুল ইসলাম বা জাকের পার্টির আবু তালেব সেলিম, বগুড়া-৩ আসনে বিএনপির আবদুল মহিত তালুকদারের জায়গায় স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন (আপেল) বা আবদুল মজিদ (ডাব), ঢাকা-২০ বিএনপির তমিজউদ্দিনের জায়গায় জেএসডির এম এ মান্নান (তারা), ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোসলেম উদ্দিনের স্থলে বিএনপির নাছির উদ্দিন হাজারী, রাজশাহী-৫ আসনে বিএনপির নাদিম মোস্তফার স্থলে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, নওগাঁ-১ আসনে বিএনপির সালেক চৌধুরীর স্থলে মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ-১ আসনে এস এ কবীর জিন্নাহর পরিবর্তে খোন্দকার আবদুল হামিদ ডাবলু, চাঁদপুর-৪ আসনে বিএনপির এম এ হান্নানের জায়গায় রিয়াজ উদ্দিন নসু, বগুড়া-৭ আসনে বিএনপির মোর্শেদ মিল্টনের জায়গায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফজলুল হক বা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মোনতেজার রহমান, জামালপুর-১ আসনে বিএনপির রশিদুজ্জামান মিল্লাতের জায়গায় উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের ইঞ্জিনিয়ার সিরাজুল হক, দিনাজপুর-৩ আসনে বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলমের স্থলে মোফাজ্জল হোসেন দুলালের নাম শোনা যাচ্ছে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত হলে তা জানানো হবে।