রাশিয়া অত্যাধুনিক হাইপারসনিক পারমাণবিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এ বিষয়ে সফলতা অর্জন করায় দেশটির সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সেনাবাহিনী বুধবার সেদেশের দক্ষিণাঞ্চলীয় উরাল পার্বত্য এলাকা থেকে কেএইচ ফোর্টি সেভেন এম টু কিনজাল নামের ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে এবং তা ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ারই কামচাটকা অঞ্চলের কুরা শুটিং এলাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
এ বিষয়ে মস্কোয় মন্ত্রিসভার এক বৈঠকে পুতিন বলেন, তার দিক নির্দেশনায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালিয়েছে। পরীক্ষায় সবগুলো কারিগরি দিক যাচাই করা হয়েছে। আগামী বছর এই ক্ষেপণাস্ত্র নির্ধারিত স্থানে মোতায়েন করা হবে বলেও জানান তিনি।
গত মার্চে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ক্ষেপনাস্ত্রের কথা জানিয়ে পুতিন জানিয়েছিলেন, এটিতে রয়েছে আন্তঃমহাদেশীয় পাল্লা এবং বায়ুমণ্ডলে প্রবেশ করার পর এটি শব্দের চেয়ে ২০ গুণ বেশি গতিতে চলতে সক্ষম। এর ফলে পৃথিবীতে বর্তমানে যত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে তার কোনোটির পক্ষে এই ক্ষেপণাস্ত্রের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে না।