একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ঘিরে সহিংসতায় শনিবার রাত থেকে সারাদেশে ১৫জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রামে নিহত ৩, কুমিল্লায় নিহত ২, রাজশাহীতে নিহত ১, টাঙ্গাইলে নিহত ১, কক্সবাজারে নিহত ১, রাঙামাটিতে নিহত ১, নরসিংদীতে নিহত ১, নাটোরে নিহত ১, বগুড়ায় নিহত ১, নোয়াখালীতে নিহত ১, গাজীপুরে নিহত ১ ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
সকাল ৮টা থেকে সারা দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। একজন প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোট হচ্ছে না। গাইবান্ধা-৩ আসনে ভোটের দিন নির্ধারণ করা হয়েছে ২৭ জানুয়ারি ২০১৯ । ফলে ৩০০ সংসদীয় আসনের মধ্যে আজ ৩০ ডিসেম্বর ভোট হচ্ছে ২৯৯টি আসনে।