প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে উত্তরায় নিজের ভোট প্রদান শেষে সিইসি সাংবাদিকদের বলেন, “চট্টগ্রাম ও নোয়াখালীর কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।”
উত্তরার আইইএস স্কুল এ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে আজ সকাল পৌনে ১১টায় ভোট দেন সিইসি কে এম নুরুল হুদা। এই কেন্দ্রে তার সহধমিীনী হোসেন আরা হুদাও নিজের ভোট প্রদান করেন।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, যদি কোন কেন্দ্রে কোন সমস্যা হয় তাহলে নির্বাচন গ্রহণকারী কর্মকর্তা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোট স্থগিতের নির্দেশ দিবেন। ‘কিছু কেন্দ্রে প্রার্থির পোলিং এজেন্ট অনুপস্থিত’ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমরা কোন অভিযোগ পাইনি ফলে এ সম্পর্কে ইসির কিছু করার নেই, কারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর দায়িত্ব হচ্ছে ভোট কেন্দ্রে তার পোলিং এজেন্ট দেয়া।
সিইসি আশা প্রকাশ করেন যে, বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।