আজ ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলছে। সকাল ৮টা থেকে সারা দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। একজন প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোট হচ্ছে না। গাইবান্ধা-৩ আসনে ভোটের দিন নির্ধারণ করা হয়েছে ২৭ জানুয়ারি ২০১৯ । ফলে ৩০০ সংসদীয় আসনের মধ্যে আজ ৩০ ডিসেম্বর ভোট হচ্ছে ২৯৯টি আসনে।
এবারের নির্বাচনে মোট ৩৯টি রাজনৈতিক দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। বৃহত্তর এই দুই দলের নেতৃত্বে মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নামে দুটি রাজনৈতিক জোটের ব্যানারে এক ডজনেরও বেশি দল নির্বাচনি মাঠে রয়েছে।