সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী যারা

ডেস্ক রিপোর্ট

ভোট প্রাপ্তির দিক থেকে অতীতের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে গেছেন এবারের নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী। স্বাভাবিকভাবেই ভোট প্রাপ্তির দিক থেকে ইতিহাস গড়া এসব প্রার্থী বিজয়ী দল আওয়ামীলীগের।  তাদের বিজয় দেখে অনেকেরই ঈর্ষা হতে পারে।

তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অনেক হেভিওয়েটের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এবার সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডা. এনামুর রহমান। তিনি ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী ছিলেন। এই আসনে অবশ্য দেশের ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ছিল, ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন।

এনামুর রহমান একাই পেয়েছেন এই আসনে প্রায় ৫ লাখ ভোট। অর্থাৎ ৪ লাখ ৮৮ হাজার ৯৮১টি ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দেওয়ান মো. সালাউদ্দিন পেয়েছেন ৬৯ হাজার ৪১০ ভোট। অর্থাৎ ৪ লাখ ১৯ হাজার ৫৭১ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন এনামুর রহমান।

এত বড় ব্যবধানে জয় বাংলাদেশের ইতিহাসে রেকর্ড।

ডা. এনামের পাশাপাশি চার লক্ষাধিক ভোট ও তিন লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করেছেন গাজীপুর-১ আসনে নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হক। তার প্রাপ্ত ভোট ৪ লাখ ১ হাজার ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকী ৯২ হাজার ৪১০ ভোট পেয়েছেন।

শুধু এনামুর রহমানই নন, ৪ লাখেরও বেশি ভোট পেয়ে জয়ের ঘটনা ঘটেছে আরও কয়েকটি। গাজীপুর ২ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের বিজয়ী প্রার্থী জাহিদ আহসান রাসেল পেয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৩৭৩ ভোট। কুমিল্লা ১০ আসনে আওয়ামীলীগের প্রার্থী ছিলেন বর্তমান সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি পেয়েছেন ৪ লাখ ৫ হাজার ২৯৯ ভোট।

গাজীপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হক পেয়েছেন ৪ লাখ ১ হাজার ৫৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী পেয়েছেন ৯২ হাজার ৩৭০ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের উবায়দুল মোকতাদির চৌধুরী ৩,৯৩,৫২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খালেদ হোসেন মাহবুব পেয়েছেন ৪৬,০৭৭ ভোট।

এছাড়া ৩ লাখ থেকে ৪ লাখের কাছাকাছি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অনেক প্রার্থী। এত বেশি ভোট পাওয়ার রেকর্ড অতীতে কোনো নির্বাচনে কোনো প্রার্থী পাননি।

এক নজরে দেখে নিন সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত প্রার্থীদের তালিকা :

ঢাকা-১৯ আসনে এনামুর রহমান (আওয়ামী লীগ) পেয়েছেন ৪,৮৮,৯৮১ ভোট।

গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল (আওয়ামী লীগ) পেয়েছেন ৪,১৪,৩৭৩ ভোট।

কুমিল্লা-১০ আসনে আ হ ম মুস্তফা কামাল (আওয়ামী লীগ) পেয়েছেন ৪,০৫,২৯৯ ভোট।

গাজীপুর-১ আসনে আ ক ম মোজাম্মেল হক (আওয়ামী লীগ) পেয়েছেন ৪,০১,৫৩৬ ভোট।

রাজবাড়ী-২ আসনে জিল্লুল হাকিম (আওয়ামী লীগ) পেয়েছেন ৩,৯৮,৯৭৪ ভোট।

নোয়াখালী-৪ আসনে একরামুল করিম চৌধুরী (আওয়ামী লীগ) পেয়েছেন ৩,৯৬,০২২ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উবায়দুল মোকতাদির চৌধুরী (আওয়ামী লীগ) পেয়েছেন ৩,৯৩,৫২৩ ভোট।

নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান (আওয়ামী লীগ) পেয়েছেন ৩,৯৩,১৩৬ ভোট।

জামালপুর-৩ আসনে মির্জা আজম (আওয়ামী লীগ) পেয়েছেন ৩,৮৫,১১৩ ভোট।

জামালপুর-৫ আসনে মোজাফফর হোসেন (আওয়ামী লীগ) পেয়েছেন ৩,৭৩,৯০৯ ভোট।

যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ (আওয়ামী লীগ) পেয়েছেন ৩,৬১,৩৩৩ ভোট।

নাটোর-২ আসনে শফিকুল ইসলাম শিমুল (আওয়ামী লীগ ) পেয়েছেন ৩,৬০,৫০৩ ভোট।

গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজ (আওয়ামী লীগ) পেয়েছেন ৩,৪৩,৩২০ ভোট।

সিরাজগঞ্জ-৬ আসনে হাসিবুর রহমান স্বপন (আওয়ামী লীগ ) পেয়েছেন ৩,৩৫,৭৫৯ ভোট।

বগুড়া-৫ আসনে হাবিবর রহমান (আওয়ামী লীগ) পেয়েছেন ৩,৩১,৫৪৬ ভোট।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে