ইরাককে সিরিয়ায় হামলা চালাতে আসাদের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের জঙ্গিবিমান সিরিয়ার অভ্যন্তরে অবস্থানরত জঙ্গি গোষ্ঠী আইএসের অবস্থানে তাৎক্ষণিক পূর্ব অনুমতি ছাড়াই হামলা চালাতে পারবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরাক সরকারকে এই আগাম অনুমতি দিয়েছেন বলে জানা গেছে। খবর পার্সটুডের।

universel cardiac hospital

ইরাকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চ-পদস্থ কর্মকর্তা রুশ গণমাধ্যম আরটিকে বলেছেন, প্রেসিডেন্ট আসাদের নির্দেশনা অনুযায়ী ইরাকি জঙ্গিবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ এবং আইএসের অবস্থানে বোমা হামলা চালাতে পারবে। এক্ষেত্রে আইএসের যেসব অবস্থানে ইরাক হামলা চালাতে চায় সেসব অবস্থানের তালিকা আগেই দামেস্কের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন আসাদ।

ঠিক কবে প্রেসিডেন্ট আসাদ এ অনুমতি দিয়েছেন তা জানানো হয়নি। তবে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি সিরিয়া সফর করে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গত ১২ ডিসেম্বর ইরাক সরকার এক বিবৃতিতে জানায়, দেশটির বিমান বাহিনীর জঙ্গিমিান সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে আইএসের অবস্থানে বোমাবর্ষণ করেছে। ওইদিন প্রদেশের আবু-সুসাহ গ্রামে আইএস জঙ্গিরা গোপন বৈঠক করছে বলে খবর পেয়ে সেখানে বিমান হামলা চালানো হয় এবং এতে ৩০ জঙ্গি নিহত হয় বলে বাগদাদের বিবৃতিতে জানানো হয়।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে