বড় ব্যবধানে জয়ী উবায়দুল মোকতাদির চৌধুরী

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামী লীগ। এই বিজয়ের মধ্য দিয়ে দলটি ইতিহাস গড়তে যাচ্ছে; একই সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন রেকর্ড করে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এতে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ।

universel cardiac hospital

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকেই বড় ব্যবধানে জয়ী হয়েছেন। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ৩ লাখ ৪৭ হাজার ৪৪৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বচিত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি পেয়েছেন ৩,৯৩,৫২৩ ভোট। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ১১টি। তাঁর প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মো. খালেদ হোসেন মাহবুব পেয়েছেন ৪৬,০৭৭ ভোট।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে