মালিবাগে বাসচাপায় নিহত দুইজন, বিক্ষোভ-ভাঙচুর

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেলের মাঝামাঝি জায়গায় ‘সুপ্রভাত’ পরিবহনের একটি বাসের চাপায় দুই নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নাহিদ পারভীন পলি (২২) ও মিম (১৬)। তারা এম এইচ গার্মেন্টসের শ্রমিক। পলির বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এবং মিমের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। তারা ঢাকার মগবাজারের পূর্ব নয়াটোলায় ভাড়া থাকতেন।

universel cardiac hospital

রামপুরা থানার ওসি এনামুল হক জানান, ওই দুই তরুণী একটি তৈরি গার্মেন্টস কারখানার শ্রমিক ছিলেন। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুই শ্রমিককে চাপা দেয়া বাসটি জব্দ এবং তার চালককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় তাদের মৃত্যুর খবর শুনে গার্মেন্টস শ্রমিকরা মালিবাগে আবুল হোটেলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।আশপাশের কয়েকটি গার্মেন্টসের কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে মালিবাগ থেকে রামপুরা অভিমুখী সড়কে অনেকগুলো গাড়ি ভাঙচুর করেছেন। আর কয়েক কিলোমিটারজুড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে