সরকার আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করবে : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই সরকারের কাজ হবে বলে মন্তব্য করেছেন।

আজ মঙ্গলবার নতুন বছরের প্রথম দিনে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’ এর উদ্বোধন করেন। এ সময় তিনি এব কথা বলেন।

universel cardiac hospital

মন্ত্রী আরো বলেন, ‌বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই হবে সরকারের কাজ।

এর আগে গত ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে