ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি মারা যান বলে আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মত ও পথ সম্পাদক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ একজন বিশ্বস্ত ও ত্যাগী নেতা হারালো। এ ক্ষতি পূরণ হবার নয়।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন।
আজ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি। অবশ্য বুধবারই শপথ নেওয়ার জন্য সময় চেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন তিনি।