নতুন বছরের প্রথম শুক্রবারটা শুরু হলো দুই ছবি মুক্তির মাধ্যমে। এর মধ্যে একটি আমদানি করা অন্যটি দেশিও ছবি। এর মধ্যে একটি হলো জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘বিসর্জন’ও রাজ ইব্রাহীম অভিনীত অ্যাকশন ধারার ছবি ‘আই অ্যাম রাজ’।
সাফটা চুক্তির আওতায় ‘বিসর্জন’ চলচ্চিত্রটি দেশে এনেছে মধুমিতা মুভিজ।
প্রতিষ্ঠানটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, বাংলাদেশে ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বিসর্জন’। ছবিটি ঢাকায় মধুমিতা, শ্যামলী, বলাকা ও স্টার সিনেপ্লেক্সে চলবে। চট্টগ্রামে ছবি দেখানো হবে আলমাস ও সিলভারস্ক্রিনে।
অন্যদিকে রাজ ইব্রাহীম অভিনীত অ্যাকশন ধারার ছবি ‘আই অ্যাম রাজ’। এটি পরিচালনা করছেন এম আজাদ ও প্রযোজনায় আছে এন্টারটেইনমেন্ট। এখানে নাম ভূমিকায় অভিনয় করছেন রাজ। বিপরীতে রয়েছেন নবাগত নায়িকা সাবরিনা মামিয়া।রাজ ও মামিয়া
প্রসঙ্গত, গতকাল শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত জয়া আহসানের নতুন চলচ্চিত্র ‘বিজয়া’। ‘বিসর্জন’ ছবির সিক্যুয়াল ‘বিজয়া’। যেখানে অভিনয় করেছেন জয়া আহসান ও কলকাতার আবির চ্যাটার্জি।