বিএনপি শপথ না নিলেও তাদের জোটের শরিক গণফোরামের দুই জন সংসদ সদস্য শপথ নেবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলের সভাপতি ড. কামাল হোসেন।
আজ শনিবার দলের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি বলেন, তারা বিষয়টি ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছেন এবং ‘ইতিবাচক’ সিদ্ধান্ত নেবেন।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষ নিয়ে মৌলভীবাজার-২ আসনে জিতেছেন গণফোরামেন সুলতান মো. মনসুর আহমেদ। আর সিলেট-২ আসনে বিএনপির সমর্থনে জিতেছেন গণফোরামের মোকাব্বির খান।
এই ভোটে কারচুপির অভিযোগ এনে এরই মধ্যে ভোট প্রত্যাখ্যান করেছে বিএনপি এবং তার জোটের শরিকরা।
গত বৃহস্পতিবার ২৮৯ জন সংসদ সদস্য শপথ নিলেও নেননি বিএনপির পাঁচ জন এবং গণফোরামের দুই জন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই ভোট তারা মানেন না। ফলে তারা শপথ নেবেন না।