উইন্ডোজ ১০ ব্যবহারে শীর্ষে

তথ্য ও প্রযুক্তি ডেস্ক

বাজারে অংশীদারিত্বের দিক থেকে উইন্ডোজ ৭-কে ছাড়িয়ে গেল উইন্ডোজ ১০।

এর মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে শীর্ষ অবস্থানে ওঠে এসেছে অপারেটিং সিস্টেমটি।

বাজার গবেষণা সংস্থা নেট মার্কেট শেয়ারের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সংস্থাটি বলছে, বর্তমানে ৩৯ দশমিক ২২ শতাংশ মার্কেট শেয়ার উইন্ডোজ ১০-এর দখলে রয়েছে।

এছাড়া উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলছে এমন কম্পিউটারের ৪৫ শতাংশেই রয়েছে উইন্ডোজ ১০।

অন্যদিকে দীর্ঘ সময় ধরে শীর্ষ অবস্থান ধরে রাখা উইন্ডোজ ৭ বর্তমানে ৩৬ দশমিক ৯ শতাংশ মার্কেট শেয়ারের দখল করে রেখেছে। তৃতীয় অবস্থানে থাকা ম্যাক ওএসএক্সের দখলে আছে ৪ দশমিক ৭৩ শতাংশ মার্কেট শেয়ার।

২০১৫ সালে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটি চালু করে মাইক্রোসফট। কম্পিউটারের পাশাপাশি ট্যাব ও স্মার্টফোনের জন্যও অপারেটিং সিস্টেমটি চালু করা হয়েছিল।

বাজারে ছাড়ার তিন বছরের মধ্যে ১০০ কোটি ডিভাইসে এই অপারেটিং সিস্টেমটি যুক্ত করার লক্ষ্যও ছিল মাইক্রোসফটের। তবে এই লক্ষ্য ছিল অবাস্তব এবং পরবর্তী সময়ে বিষয়টি স্বীকার করে নিয়েছিল মাইক্রোসফট।

যদিও এ বছরের মে মাস পর্যন্ত পাওয়া হিসাব মতে, বর্তমানে প্রায় ৭০ কোটি ডিভাইস চলছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে।

অন্যদিকে ২০০৯ সালে বাজারে আসা উইন্ডোজ ৭ এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম।

প্রায় ১০ বছর হয়ে গেলেও এখনো এর জনপ্রিয়তা খুব একটা কমেনি। যদিও অপারেটিং সিস্টেমটির জন্য বিভিন্ন সেবাদান বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট।

২০২০ সালের ১৪ জানুয়ারির পর থেকে উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা মাইক্রোসফটের কাছ থেকে আর কোনো ধরনের সাপোর্ট পাবেন না।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে