ঐক্যফ্রন্ট ভবিষ্যতেও সফল হবে না : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টের কর্মসূচির বিষয়ে বলেছেন, তারা যদি আইনের পথে যায় আমরা লিগ্যাল ব্যাটল করব, যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে আমরা তা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করব।

তিনি বলেন, তারা যদি সংহিসতা ও নাশকতার পথে যায় পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয় তাই করা হবে, জনগণকে সঙ্গে নিয়ে সমূচিত জবাব দেওয়া হবে।

universel cardiac hospital

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে জিয়ারত করতে যাওয়ার সময় মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরীঘাটের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত। তারা ভবিষ্যতেও সফল হবে না। তাদের নতুন কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করবে না। এমনকি বাংলাদেশের জনগণও করে না আমরাও করি না।

১০ বছরে ১০ মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি, তারা এখন কী করবে?

তিনি বলেন, মন্ত্রিসভা ও সরকারের আগামী দিনের কর্মসূচি কি হবে এটিই আমাদের কাছে এখন বড় বিষয়।

এর আগে মন্ত্রিপরিষদের গাড়িবহর সকাল ৯ টা থেকেই শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে।

এ সময় স্থানীয় নেতা-কর্মীরা ফুলদিয়ে বরণ করেন নতুন মন্ত্রী পরিষদ সদস্যদের।

শিমুলিয়া ঘাটের পরে ফেরি ক্যামিলিয়াতে উঠতে থাকে মন্ত্রীদের গাড়িবহর।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে