সামরিক শক্তিতে বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৬তম।
প্রতিবছরের মতো এবারও বিভিন্ন দেশের সামরিক শক্তি বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ারপাওয়ার।
তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বে সবচেয়ে শক্তিশালী সামরিক ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। এর পরই আছে রাশিয়া, চীন ও ভারতের অবস্থান।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, মধ্যপ্রাচ্য ও পুরো আফ্রিকায় জাতিসংঘের নেতৃত্বে শান্তিরক্ষা প্রচেষ্টার প্রতি বাংলাদেশ অঙ্গীকার অব্যাহত রেখেছে। তালিকায় বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৫তম।