একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক তথ্য মাধ্যমে এ নিয়ে আলোচনার শেষ নেই। আর এ আলোচনা খুবই স্বাভাবিক। মন্ত্রিসভার কলেবর থেকে শুরু করে, মন্ত্রীসভার পারফরম্যান্স কেমন হবে তা নিয়ে হচ্ছে অন্তহীন কথাবার্তা।
আমরা, মত ও পথ- এর পক্ষ থেকে মনে করি যে, অভিজ্ঞতা যেমনটি বিচেব্য, দক্ষতার সাথে কর্মসম্পাদন কোন অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। সামনে এগিয়ে যেতে কর্মসম্পাদনের দক্ষতা খুবই জরুরি। এছাড়া সরকারের এজেন্ডা বাস্তবায়ন কোনভাবেই সম্ভব নয়।
মন্ত্রিসভার সদস্যবর্গের শতকরা নিরানব্বই শতাংশই আমাদের পরিচিত। আশা যে তারা কর্মদক্ষতার স্বাক্ষর রাখবেন এবং সেই সাথে সততার দৃষ্টান্তও স্থাপন করবেন। তা হলেই সম্ভব সবকিছু সামাল দিয়ে জনবহুল ও সম্পদে অপ্রতুল এই দেশটিকে সামনে এগিয়ে নেয়া।
লেখক : সম্পাদক, মত ও পথ