আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে।
ক্ষমতাসীন দলটি আগামী ১৫ জানুয়ারি দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওইদিন সকাল ১০টা থেকে মনোনয়নপ্রত্যাশীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ২৫৭টি আসনে বিজয়ী হয়েছে। সে হিসাবে জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৩টি পাবে ক্ষমতাসীন দলটি।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী, প্রায় প্রতি ছয়টি আসনের জন্য একটি দল ও জোট একজন করে সংরক্ষিত নারী এমপি পাবে।