দেশের পুঁজিবাজার সামান্য কারেকশনের মধ্যে দিয়ে টানা উত্থানে রয়েছে। গত ১৬ কার্যদিবসে অব্যাহত উত্থানে পুঁজিবাজারের বাজার মূলধন বেড়েছে ৩৫ হাজার ৭১১ কোটি ৯৩ লাখ টাকা। এসময় মাত্র দুই কার্যদিবসে কারেকশনে ছিল পুঁজিবাজার।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা পুঁজিবাজারের উত্থানের বড় নিয়ামক হিসাবে কাজ করছে। যে কারণে বাজারের অবমূল্যায়িত্ব কোম্পানিগুলো শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে।
তবে, লোকসানি ও উৎপাদনহীন কোম্পানিগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সর্তক থাকা উচিত।
তথ্যানুসন্ধানে দেখা যায়, ২০১৮ সালের ১৭ ডিসেম্বরের পর থেকে অব্যাহত উত্থানে রয়েছে পুঁজিবাজার। ওইদিন বাজারের সার্বিক মূল্যসূচক ছিল ৫২১৮.০১ পয়েন্ট। কিন্তু এর পর থেকে নিয়মিত উত্থানে রোববার বাজারের সার্বিক মূল্যসূচক ৫৮৬০.২১ পয়েন্টে স্থিতি পেয়েছে। অর্থাৎ ১৬ কার্যদিবসে পুঁজিবাজারের মূল্যসূচক বেড়েছে ৬৪২.২ পয়েন্ট।
১৬ কার্যদিবসে বাজারের মূল্যসূচক ৬৪২.২ পয়েন্ট বাড়ার পাশাপাশি বাজার মূলধনের ব্যাপক উত্থান দেখা গেছে। ১৭ ডিসেম্বর ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৮ হাজার ১৬ কোটি ৯ লাখ টাকা।
রোববার তা ৪ লাখ ১৩ হাজার ৭২৮ কোটি ৩ লাখ টাকায় স্থিতি পেয়েছে। অর্থাৎ ১৬ কার্যদিবসের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ৩৫ হাজার ৭১১ কোটি ৯৩ লাখ টাকা বেড়েছে।