সংরক্ষিত নারী আসনে নির্বাচন : তৃতীয় লিঙ্গের ৮ জন ফরম তুলেছেন

বিশেষ প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর প্রতিযোগিতার জন্য তৃতীয় লিঙ্গের (হিজড়া) ৮ জন ফরম তুলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা তৃতীয় লিঙ্গের ময়ূরী, চট্টগ্রামের ফাল্গুনি এ ৮ জনের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

universel cardiac hospital

চট্টগ্রাম থেকে আসা তৃতীয় লিঙ্গের ফাল্গুনী ও অঙ্কিতাকে মঙ্গলবার (১৫ জানুয়ারি) লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে দেখা গেছে। সকালে লাইন ধরলেও বিকেল ৫টার দিকে ফরম পান ফাল্গুনী। এর আগে কয়েকবার ফরম নিতে গিয়েও তিনি ফিরে আসেন। শেষবার চেষ্টা করে ৫টার দিকে ফরম পান।

ফাল্গুনি বলেন, আমরাও এ দেশের মানুষ, আমাদেরও অধিকার রয়েছে। সংসদে আমাদের ব্যথা-বেদনা, আবেদনগুলো বলার লোক নেই। এ জন্য তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সংসদে পাঠানো দরকার বলে মনে করি। অধিকার আদায়ের জন্য আমরা জাতীয় সংসদে যেতে চাচ্ছি।

তিনি বলেন, কিছুদিন আগে আমাদের সম্প্রদায়ের নেতা ময়ূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ময়ূরী এবং আমিসহ আরও আটজন ফরম কিনেছি।

উল্লেখ্য, ফাল্গুনী বৈষম্য দূরীকরণ ও মাল্টিপারপাস নামে দুটি এনজিও পরিচালনা করেন চট্টগ্রামে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে