প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক একাউন্ট ব্যবহার করে গুজব-উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার সকালে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক একাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং ফেসবুকে গুজব সৃষ্টি, ভুয়া, উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অপরাধে ৫ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব-২।
গ্রেফতাররা হলেন- মো. ওমর ফারুক, সাব্বির হোসেন, মো. আল আমিন, মো. আমিনুল ইসলাম ও মো. মনির হোসেন।
বুধবার রাতে রাজধানীর মগবাজার, মোহাম্মদপুর, ডেমরা, কেরানীগঞ্জ ও সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাজধানীর কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজান।