মেক্সিকোতে একটি পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৭১ জন।
শুক্রবার হিদালগো প্রদেশে এ ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
হিদালগো প্রদেশের গভর্নর জানিয়েছেন, স্থানীয় কিছু লোক ‘লিক’ হওয়া জ্বালানি তেলের পাইপলাইন থেকে তেল চুরি করতে গেলে সেখানে বিস্ফোরণ ঘটে।
তিনি জানান, এ ঘটনায় দগ্ধ হয়ে ২০ জন মারা গেছে; আহত হয়েছে ৭১ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, মেক্সিকোর টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আগুনের লাল আভায় রাতের আকাশ ছেয়ে গেছে।
সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান