মেক্সিকোতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬৬

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোর মধ্যাঞ্চলে ফুটো হয়ে যাওয়া একটি তেলের পাইপলাইন থেকে তেল সংগ্রহ করতে গিয়ে আগুন লেগে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়েছে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী এ ঘটনায় অন্তত ৬৬ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

universel cardiac hospital

মেক্সিকোর হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়েদ জানান, পাইপ ফুটো হয়ে তেল বের হতে থাকলে স্থানীয় লোকজন তেল সংগ্রহের জন্য সেখানে ভিড় জমায়। তাদের তেল চুরির এক পর্যায়ে সেখানে আগুন লেগে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল পাচারকারীরা পাইপলাইনটি ফুটো করে দিলে বের হতে থাকা তেল সংগ্রহ করে সেখানে ভিড় জমায় স্থানীয় কয়েকশ’ মানুষ। তারা গ্যালন ও বিভিন্ন পাত্রে তেল সংগ্রহ করতে থাকেন। এক পর্যায়ে তাদের নিবৃত করতে সেখানে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই এক পর্যায়ে পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে ও আগুন লেগে যায়।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে